শূন্যতার আবহে আমি তোমার অপেক্ষায় "রিয়া"
বৃষ্টির ধারায় স্বপ্নগুলো অদৃশ্য হয়ে যায় নিমিষেই
প্রাণচঞ্চল তোমাকে দেখার আকুলতায় বিষণ্ণ মন
নিরব পথচলার স্মৃতিগুলো বার বার উঁকি দিচ্ছে মনেই
কত কথার শুরুটা আমার ছিল শুধু শূন্যতার তরে
মাথা উচু করে এক চিলতি হাসি দিয়ে কিছু বলা
হৃদয়ে শিহরণ দিয়ে উচ্ছ্বাস বের হয়ে আসতো
তবুও হয়নি হাতে হাত রেখে একসাথে চলা


আমি অপেক্ষায় আছি বিশটি বছর হয়েছে পার
কলেজের পরিসীমা আজও আছে চির চেনার মতো
শুধু চেনা মুখগুলো নেই, নেই উচ্ছ্বাস তেমনই করে
অবিরত মুখে হাসিমাখা আবেশিত পরিবেশ অবিরত
সীমানা ছাড়িয়ে চেয়ে আছি, পলক পড়ছে কি প্রশ্ন?
ঠিক তোমার মতোই কে আসছে! "রিয়া" বলবে কি এবার?
অনন্ত হতে পারলাম না বুঝি অধরায় খুঁজে খুঁজে
অপেক্ষার প্রহর এমনি হয় কাছে এসে আবার হারাবার


অঙ্কেল এখানে মুচি কোথায় পাবো, শুনতেই হতভম্ব
ঠিক যেন সাগরে ডুবে গেলাম শূন্যতার আবহে আবার
নীরবতায় দাঁড়িয়ে থাকা অধীর আগ্রহে আবার আঙ্কেল
মুখে বলা হুম, হুম শুনতেই বলে উঠে কোন পাগলরে রে
চলে গেলো চোখের সামনে থেকে কি বুঝলাম জানি না
রিয়া তুমি তো নও, তবে কে প্রশ্নে মলিনতায় মুখ
ভালোবাসি বলার অপেক্ষা আর কতকালে শেষ হবে!
কবে আসবে সেই? আবার হারিয়ে যাওয়া আগের সব?
ঠিক যেন তুমি এসেছিলে বিশটি বছর পর সম্মুখে আমার
ভাবার অবকাশ আর পেলাম কোথায় ঠিক যেন তুমি!
হয়তো একটু আধুনিকতার ছোঁয়া পেয়েছে পোষাকে
তবুও চেয়ে থাকলাম আগের মত হারিয়ে নিজেকে
এবার তুমিও আসলে, সত্যি তুমি আসলে পাশে আজ
অচেনার মত জিজ্ঞেস করলে একটা মেয়েকে দেখেছি কি?
পরক্ষনেই নীরবে কেঁদে দিলে অপেক্ষার অবসান ঘটিয়ে
অসমাপ্ত ভালোবাসার শেষ পরিণয়ে দিয়ে দিলে ছুটি।