প্রিয় সুহাসিনী মায়া


তুমি কেমন আছো জানতে চাইবো না এখন, হয়তো বেশ ভালোই আছো!
তুমি ভালো থাকো এই কামনায় কাটে আমার প্রতিটি দিন,
হতাশার বুকে এর থেকে বেশি কিছু আসে না যে, মনটা মলিন।
তোমার শেষ দেখাটা আমার কাছে বিষাক্তের কালো থাবায় ধসিয়ে দেওয়া কিছু
তিনটি বছর গত হয়েছে তোমার কি মনে আছে, তোমার কি মনে আছে আমি নামক কেউ?
কি করে বেঁচে আছি, অপেক্ষায় আছি কেমন করে!
আমি জানি তুমিও ভালো নেই, ভালো নেই আমায় ছেড়ে।
জানি হাসি মুখে কাটে দিন, তবুও যে মনের ভিতর বেদনার ঝড় বইছে সারাক্ষণ।
তোমার স্বামী এখন কি করে, কাজ কর্ম কি কিছু করে
নাকি আমার মত ভবঘুরে হয়ে বেঁচে আছে কোন মতে
আমার মত তোমার সুখের জন্য দিন রাত দোয়া করে, নাকি তোমায় একটু সুখী রাখতে কষ্টে কাঁটায় দিন।
যখন তোমার কথা মনে পরে, যখন তোমার সন্তানের কথা মনে পরে, তখন আর নিজেকে মানিয়ে নিতে পারি না।
বুকের আহাজারিতে পাগলাটে হয়ে যাই,
কেন তুমি রাজি ছিলে, কি করে পারলে এমন করতে?
কেন তোমার জীবনে আসলো এমন নির্মমতা, তোমার ছেলেকে ঘিরে!
জানো আমি আঁতকে উঠি বারবার, ফিরে আসতে মন চায় তোমার জীবনে।
কিন্তু কি আমার আসা উচিৎ! কক্ষনোই না আমি মনে করি মায়া
সব কিছুর জন্য হয়তো আমিই হয়তো দোষী, সেদিন তোমার কথা যদি না মানতাম
যদি সেদিন মানবতা ভুলে যেতাম, হয়তো ভিন্ন কিছু হতে পারতো


বাকীটুকু পরে যোগ করে দেওয়া হবে।