আমিও সাধারণ
তবে মেয়ে না, নির্বোধ ছেলে।
তামাটে গায়ের রং আর মুখে খোচা খোচা দাড়ি
খুব বেশি হাসতে শিখিনি, শিখেছি কাজ আর কাজ
কাজের ফাঁকে ফাঁকে নদীর বাকে চেয়ে থাকি
কেঊ একজন উকি দিয়ে যায়, জলসীমানায়
অপেক্ষায়!


খুব সাধারণ ছেলে
পড়ালেখায় শেষের বেঞ্চে থাকা তেত্রিশ নম্বরের ছাত্র
সাইকেল চালানো, গরু চরানো সাধারণ গ্রামের ছেলে
বলতে পারো মা বাবার অনাদরের বাধ্য ছেলে
যার শখ বলতে শুধু তিন বেলা খাবার, যা কিছু জোটে!
তবে শখের খেলাটা ছেড়ে দিয়েছি
কিছু বন্ধুরাও আর কথা বলে না
কেন বলবে ?
প্রহরীর মতো দাড়িয়ে থেকে অপেক্ষায় থাকা কেঊ কি বোঝে !
ভালোলাগা নামক অসুখ যে মনে।


আমি তোমাকেই চাই
সমস্ত কিছুর বিনিময়ে তোমাকে চাই
শুধু নিজের জীবন বাঁচিয়ে রেখে সমস্ত সত্তা দিয়ে ভালো বাসতে চাই।
আমি তোমাকেই চাই
সাদামাটা জীবন বানিয়ে, তোমার মনে মন মানিয়ে
ভালবাসতে চাই।