বিশ্ব এখন কাঁপছে ভয়ে তবুও কমে না ঢং
হবে এবার রঙ্গিন থেকে শুধুই সাদা রং।
আসছে দেশে বীরের বেশে শুধু করোনা
সাহস থাকলে কাছে গিয়ে একটু ধরনা।


আছে মানুষ চলছে গাড়ি রাস্তায় চলাচল
সমাজ ব্যাধি নিরবধি হিংসে'র গ্যাঁড়াকল।
নিচ্ছে সবাই ভয় দেখিয়ে বেচায় বেশি দাম
সচেতনতা ঝালাই করতে এখন অনেক জ্যাম।


মহামারী তাতে কি ঘুষ হবে না বন্ধ
সুযোগ আসলে বললে হবে ছিলেম তখন অন্ধ
ব্যাংক ফাঁকা করবে একা থাকতে বসে ঘরে
কেনার বেলায় ইচ্ছে খুশি হরি'র লুটে'র তরে।


মহামারী সবার বেলায় নৈরাজ্যে'র নয়
ধর্ষক খুনির কি হবে আর ওদের নাই ভয়।
বলার বেলায় অনেক জ্ঞানী আছে অভিধান
করোনা নাকি কিছুই না রোগের সংবিধান।