বৃষ্টি বন্ধু হলে মেনে নিতে হয় ঝড়
দেখে যদি কেঁপে উঠে নদীবর্তী গ্রাম,
মেঘের আভাসে ক'রো নদী পাড়াপাড়
নিরবে কাঁদিয়ে তবু করিয়া সম্ভ্রম ।
কোথায় দাঁড়াবে সেই? তবে কি ঐ পাড়ে
চোখের বৃষ্টিতে ভেজা থেমে থেমে নয়,
সর্বদাই অনুভব বৃষ্টি বন্ধু করে
তবেই তোমার জন্য ডরে ভয় হয়।


তীরের কাছেই কবে বৃষ্টিকে চিনেছি
জানি ভুল বুঝে বৃষ্টি করেছে এ বন্ধু
পলকহীন চাওয়া নেই এক বিন্দু
চোখের চাহনি দেখে নদী স্রোতে ভাসি
কেন চাইলে এভাবে? নেওয়ার মতো
বৃষ্টি বন্ধু হলে তবে পাবে আর কতো?