চলতি মাসের এক তারিখ থেকে এই পাতায় নিয়মিত সনেট কবিতা দিচ্ছি, আজ ২২ তম কবিতা দিয়েছি। যদিও আমার লেখা সনেট কবিতা ১০০ এর উপরে আছে এবং এই পাতায় আমার যাত্রা শুরু হয়েছিল সনেট দিয়েই।


আমার খুব ভালো লাগছে যে এখন অনেক কবি সনেট লিখছেন বা এই পাতায় পোস্ট করছেন। বিশেষ করে একজন কবি আমার আগেই ধারাবাহিক ভাবে পোস্ট করে আসছেন। ইচ্ছে ছিল টানা দুই মাস (২) সনেট পোস্ট করবো তবে সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন আনছি এখন।  শুধু চলতি মাস পোস্ট করার পর একটু খ্যান্ত দিবো  কারন সনেট সম্পর্কে আরও অনেক জানার বাকী আছে এবং দুইটা প্রশ্ন মনের মাঝে ঘুর ঘুর করছে


১। সনেট ও চতুর্দশপদী এর মধ্যে পার্থক্য কি ?
২। শুধু আমিই কেন বিষয় নির্বাচন করব, অন্য কেউ কি বিষয় নির্বাচন করে দিতে পারে না ?


# সকলের কাছে অনুরোধ থাকবে এর সমাধান যেন পাই