অন্ধকার আছে বলে আলো খুঁজে পাই
বাঁধা আছে বলে আমি ভিন্ন পথে যাই।
তবুও আমি চলি ঐ আঁকা বাঁকা পথে
শূন্য জনে বলি কথা নির্জনের সাথে।
রাতের আঁধার আমি ভালবাসি বলে
দিনের সূর্য আমায় সঙ্গে নিয়ে চলে।
কুয়াশার ছায়া ঘেরা দেখি বসন্তেও
শীতে দেখি কালো মেঘ খুঁজি গ্রীষ্মকেও।


ফুলের সুবাস পেয়ে চাই ফুল গাছ
সবুজ অরণ্য দেখে পাই কত লাজ।
তবুও তোমায় দেখি নয়নের মাঝে
পানকৌড়ি খেলা খেলি আলো সন্ধ্যা সাজে।
পাই খুঁজে যে সময় নদীতে কল্লোল
ভিন্ন মনে খুঁজি তুমি বাংলার অবিচল।


রচনা কাল ০৭/০২/২০২০
অনেক আগে লেখার মাঝে এই লেখাটি আজ দিলাম।