সৃষ্টির তরে বৃষ্টি ঝড়ে নয়ন বেয়ে জল
পারিনি ফিরতে আগলে ধরতে আবেগটাই যে প্রবল
ঝড়ের আভাসে কষ্টে ভাসে হৃদয় আকাশে এই
স্মৃতি মাখা ঘর হয়েছে যে পর তুমি আর পাশে নেই।


খাতার পাতায় নেই মুছে গেছে সেই চিরচেনা নামটি
ঠিকানা মরহুম চির নিদ্রার ঘুম পোঁছাবো কোথায় খামটি?
ক্লান্ত মনের মাঝে তোমার কথাই বাজে অসহায় এই একা
তবুও অপেক্ষা কোলাহলে ফাঁকা যদিও হবে না দেখা।


মিনতি কার তরে এই মনের ঘরে কষ্ট গোপন করা
বুক ভাঙা ঝড় প্রেমের অবসর সুখস্মৃতি করে খরা
করুন আর্তনাদ সকলের অপবাদ চিরচেনা তুমিতে
ঘুমিয়ে আছো নিথর দেহে অন্ধকার ঘেরা ভূমিতে।


কি আর করবো তাই, দিক দিশা হারাই দৃশ্যতঃ চুপ
বোঝানোর আগেই অভিমান রাগেই দেখলে কঠিন রূপ
যদিও তেমন নয় মনে থাকা ভয় নেহাত ভুল বোঝা
তবেই হারিয়ে হাহাকার সব অন্ধকার নিত্য শুরু খোঁজা


অর্থের অনশন সময়ের সংক্ষেপণ করে দিলো দায়ী
ঋণের ঋণী হয়েও হয়েছি মৃত্যু ঘাতক আততায়ী
কেউ তো বলবে না কোন কিছু চলবে না নিষ্ঠুরতা বন্ধে
সরকারী  কর্তার কর্ম অর্থলোভী ধর্ম মোহটাই থাকে অন্ধে।


করোনার করুন পরিণতি আমায় কেন এমন করলো না ?
স্বার্থ নেশায় সেবার পেশায় লোভ লালসা কেন মরলো না?