আমার একটা তুইকে আমি বহুদিন ধরে খুঁজি
খোঁজার নেশায় রাইত বিরাতে কেমনে চক্ষু বুজি?
বুকের ভেতর শূন্য খেয়া জলের অপেক্ষায়
আকাশ পানে মেঘের মতোই আবছা দেখায়
মিটে না'গো তৃষ্ণার মতো, ইচ্ছে যতো তুই পিপাসা
আর কতকাল তুইয়ের আশায় মিথ্যে হাসা?


আমি না হয় ভুলেই গেছি চিনতে নিজের মন
তবুও কেন হয় না দেখা যখন তখন
তুই'য়ের খোঁজে পার করলাম রাস্তা নদীর পাড়
চোখের কোণে কালো দাগে জল যে নেই আর।
তুই কি আমার সামনেই ছিলি শুনতে কথা কিছু
ভেবে নিতাম বিরক্তি ঢং ছাড়বি কখন পিছু
সেই তো ছেড়ে গেলি রে তুই খোঁজার বায়না ধরে
বুকের ভেতর শূন্য খাঁচায় রইলি কেমনে মরে?


সঙ্গে যাবার বায়না যে আর কেউ ধরে না আজ
কেউ থাকে না লুকিয়ে লুকিয়ে গাছের আবডালে
কেউ করে না এলোমেলো গোছানো ঘরের সব
কাজের ফেরায় কেউ করে না ভিষন অনুভব
তুইকে আমি কোথায় পাবো প্রশ্ন কোথায় করি
ভালবাসি এই অনুভব মিথ্যে মহল গড়ি
তবুও আমি তুইকে চাই আগলে ধরে রাখতে
জীবন গল্পের শেষ তুলিতে নীলাম্বরি আঁকতে।