জানুক, জানুক সবাই-
তোমায় যে ভালোবাসি।
খোলসের ঐ ঝিনুক,
সে জানুক;
মিটমিটে জোনাক পোক,
সেও জানুক;
সমুদ্রের শুশুক,
সেও জানুক।
আশায় যে বাঁধে বুক,
সে জানুক;
মলিন যার মুখ,
সেও জানুক।
কাকতাড়ুয়াকে পোড়ায় যে রোদ,
সে জানুক;
যার ধরেছে মনে অসুখ,
সেও জানুক।


আমি তোমাকে ভালোবাসি,
তোমাতেই ভরসা রাখি।


ভর দুপুরে
বনবাদাড়ে,
ঘুরেফিরে ক্লান্ত এক পথিক-
হারানো পথটা তাকে সে-কথা জানিয়ে দিক।
আমি ভালোবাসি তোমাকে।