শাপলার-বিল ভীষণ টানছে, বলে-
এতো প্রতীক্ষা! শেষ হবে কি?
মুচকি হাসলাম। খানিক ভাবলাম।
হাওরের সাথে, বিলের সাথে কবে-কখন
হয়ে গ্যাছে প্রেমের সাঁকো, আমিও লুটেছি নিরালে।
অদ্ভুত!
বিলের জল ঘেঁষা পাড়ের সবুজ তৃণ,
অহর্নিশি কেবল আমাকেই ডাকছে যেন!
গা-ছড়িয়ে দিতে সবুজের কোলে, মৃত শামুকের খোলসে
নরম-কোমল পা ফেলে খড়খড়িয়ে হাঁটার খায়েশ
অস্থিরতা বাড়ছেই কেবল, বেলা হচ্ছে না শেষ!
এক সন্ধ্যায় ছুটে যাবো মলিন মুখ নিয়ে,
ভীষণ কাতর সুরে জমবে জলসা;
সুখ-দুঃখ ভাগাভাগি করে
যে যার মতো বিলিয়ে দিবে বিলের পাড়ে মহামহিম ভালোবাসা।
আর সূর্য ডুবে যাবে পশ্চিমের কোলে, আঁধার ঘিরে নিবে চারিপাশ-
মৃদু বাতাস বইবে অনুকূলে,
তারায় তারায় ভরে যাবে আকাশ।
আমরা গুটি কয়েক, ভাবুক হয়ে ভেবেই যাবো
বিল শুকিয়ে যায় কেন আমাদের অনুপস্থিতিতে।