যদি নিশিতে-নিরলে, দুঃখ এসে বলে
চল চাঁদনি রাত- ভরসার হাত; করুণ সুরের গান
আর- নদীর কাছে যাই।
আমি আর কিচ্ছু না বলেই পিছু নিবো দুঃখের।
এবার যেখানে খুশি, যেদিকে খুশি নিয়ে যাক।
প্রতারণা তো তুমিও করেছো,
দুঃখ করলে আর তেমন কী?