যাওয়ার বেলায় বলেছিলে তুমি, 'এর চেয়ে সুখি তুমি হবে।
অনেক লক্ষী কেউ এসে, দেখে নিও তোমাকে ঠিক জয় করে নেবে।'
সে দিনের কথাগুলো কষ্টের তীর হয়ে বিধেছিলো বুকে
চেয়ে শুধু দেখেছি কতো সহজেই ধুলো হয়- অনুভূতি, প্রেম, স্বপ্ন!
এরপর বহুপথ দীর্ঘ সময়! বহু ভাঙ্গা-গড়া শেষে মাথা তুলে দাড়িয়েছি ফের
বুঝে গিয়েছি আমি, প্রেম হতে হয়না অন্ধ পথিকের মতো নির্মোহ।
তবে বিশ্বাস করো, একটুও ভুল বলোনি সে দিন তুমি কিছু
হাজারো মিথ্যার ভিড়ে যাওয়ার বেলায় সত্য বলেছ অকপটে!
যে এসেছে, সে আমাকে নিয়েই সুখে বেশ আছে
তোমার ফেলে যাওয়া শূন্যস্থানে নিজেকে দারুণ মানিয়ে নিয়ে।