আমার স্বপ্নগুলো আজ দুঃস্বপ্নের মুখোমুখি
ধুকে ধুকে মরে প্রতিক্ষনে
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সদ্য যুবকের মতো
কি নিদারুণ পরিহাসে!

যতোবার আমি প্রেম ছুঁয়ে দিতে
বাড়িয়েছি বিশ্বস্ত ইচ্ছার হাত;
অগ্নিশিখা ছুটে এসেছে উল্কার মতো
ছারখার করেছে মনের বাগান।


যে লাল গোলাপের চারা-
সযত্নে আমি লাগিয়েছি টবে
আগলে রেখিছি প্রতিক্ষণে অসীম স্নেহে;
দেখি তার সব ফুল শোভা পায় বালিকার হাতে
অথচ সেখানে আমার অস্তিত্ব নেই!


দিন শেষে দেখি আমি সব পরিহাস
বালিকার মন; অনুভূতি, আমার বিশ্বাস।
তাই তো তুমুল উল্লাসে এ ভাঙ্গন
রঙধনু ছুঁয়ে থাকে মেঘ।