১.
ধূলি মাখা পথ আমারই থাক,
তুমি হাটো আল্পনা রাঙ্গা পথে।
শ্রবণ মেঘগুলো আমাকেই দিও-
বসন্ত বিকালের বিনিময়ে।


২.
হয়তো আমাদের দেখা হবে
আবার পড়ন্ত কোন বিকালে,
দূর থেকে আরও দূরে
জীবনেরই কোন প্রান্তরে।


৩.
হৃদয়ের সাথে মাখামাখি করা অনুভূতিহীন ঢেউগুলি,
আর কভু তীর না খুজে এখন মেশে জীবনের গহীনে।