তোমার উত্থান আমার ফাগুন বেলায়!
উত্তর থেকে দক্ষিণ মেরু জেনেছে আমাদের প্রেম
কতো শতো বার যে বলেছ- ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
সবাই জেনেছে কবির প্রেম অমায়িক হয়
অনেক ভাগ্যে এমন প্রেমিক পাওয়া যায়;
জানিয়েছ তুমি তাই।
তখন আমার ছিলো ফাগুন বেলা!


ধীরে ধীরে সে সুদিন গিয়েছে...
চৈত্রের খরতাপে আমার জীবন শুষ্ক হয়েছে
আলোর পথে নেমেছে আঁধার
শীতে ঝরে যাওয়া পাতার মতো হলুদ হয়েছে জীবন
রুক্ষতা ঘিরে ধরেছে আমায়!
তুমি আজ চিৎকার করে বলো-
ছিহ! এ কেমন মানুষ! কেমন অসহ্য প্রেম!
কেমন আঁধার জীবন!


তুমি আজ সুখি নও
সারাক্ষণ বলে চলো ভুল মানুষের সাথে জড়িয়েছে তোমার জীবন!
সবাই জেনেছে  অমায়িক নয়,
নিকৃষ্ট মানুষে পুড়িয়েছ তুমি নিজেকে;
জানিয়েছ তুমি তাই!
ফাগুনের সে সুদিন গিয়েছে আমার...
আলো ফুরিয়ে নেমেছে আঁধার;
চারদিকে ঘন কালো রাত!


প্রেম কতোদিন রয় বলো? কতোদিন রবে?
ভালোবেসেছিলে তো আলোকে;
রুক্ষতার প্রেমে তো পড়োনি।
তবে কেনো রুক্ষতা মেনে নেবে তুমি?
কেনো সয়ে নেবে সব?
দিন শেষে বলে যাবে- ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
ভালোবাসি এই রুক্ষ জীবন!


মুক্তি তোমার আজ ভীষণ প্রয়োজন...
বহুকাল অন্ধকার প্রকোষ্ঠে বন্দী কয়েদির মতো;
কি ভীষণ সে আকুলতা!


তবে তাই হোক প্রিয় বুলবুলি; প্রেমিকা আমার
তুমি যা চাও...
মুক্তি দিলাম তোকে! মুক্তি দিলাম!


যে থাকার, দিন শেষে থেকে যায় সে...
প্রেম কতোকাল রয় বলো? কতোকাল রবে?
স্মৃতিকে আগলে ধরে কেউ কেউ থাকে শুধু;
বাকিরা ছেড়ে যায় নিঃসংকোচ।