আমি ঘুরেছি বহু শহর, গ্রাম, প্রান্তর
সমুদ্রের কিনারা হতে পাহাড়ের চূড়া
প্রেম, তাকে খুজে পেতে
নারীর স্নিগ্ধ রুপ; প্রেয়সির কোমল ছোঁয়াতে।
আমি পাইনি; পাইনি কোথাও তাকে
ফাগুন আগুন কিংবা শ্রাবণের জলে।
অবশেষ এক দেবদারু ছায়া বলেছে আমাকে-
তুমি বরং মদ খাও বালক
তবু বহুদিন বাঁচবে।
প্রেমের পেয়ালায় ভুলেও চুমুক দিওনা
পঁচে যাবে র্হাট, ফুসফুস, মস্তিষ্কের নিউরন।