সকাল গড়িয়ে যখন বিষাদ দুপুর বিকেলের অপেক্ষায়  প্রহর কাটে সারা।
বিকেলের স্নিগ্ধ মায়া পড়ার অভ্যাস টা সহজে যায়না ত্যাগ করা
শেষ বেলার ওই লাল সূর্য, সূর্যের আভায় বয়ে চলা সোনালী নদীর ধারা।
দিন বয়ে যায় কতশত রূপে রাঙিয়ে বসুন্ধরা।


জিজ্ঞাসি আমি ও প্রভাত তুমি কেন এতই মধুর!
প্রভাত আমায় বলে না কিছুই শোনায় মুক্ত হাওয়ার সুর।
আলতো হাওয়ায় বুলায়  তনু একি সজীব ঘোর।


নদী কে আমি জিজ্ঞাসি তুমি ভালোবাসো কি মোরে!
নদী আমায় বলে না কিছুই খলখলিয়ে সম্মতিতে হাসে।
গাছ কে বলি,  ও গাছ আমি তোর কে?
গাছ আমায় তার শাখা-প্রশাখায় আপন করে ডাকে।
পাহাড় আমায় প্রতিধ্বনি দেয় সকাল-দুপুর- সাঁঝে।
আকাশ আমার পরম মায়ায় থাকে সাথে সাথে।


আমার নাইকো সাথে পোষা প্রাণী,
নাই সাথে নাই কানা-কড়ি
তবু আমি একলা ধরায় শান্ত রাখাল ছেলে।