আমি জানি না-
তারপর কেমন হবে আমাদের ভালোবাসার রঙ!
কতোটা গহীনে টের পাবো তোমার অস্তিত্ব।
কতোটা জড়িয়ে ধরবো তোমার ছায়া।
কতবার পিছলে যাবো শেওলা পড়া পাথরে।
কতবার উঠে দাঁড়াবো আবার তোমাকেই ভর করে।


আমার ভয় নেই এখন এমন রঙ বদলে।
আছে সুদূরে দৃষ্টি পাতা এক জোড়া কৌতুহলী চোখ।
আছে হৃদয়ে রঙ ধারণ করার মতো বিস্তীর্ণ পরিসর।
আছে তোমার স্নিগ্ধ সৌরভ শুষে নেয়ার ঘোর ইন্দ্রিয়।
আছে সদ্য ফেলে আসা এক টুকরো মখমলি অতীত।
আছে দিন শেষে নীড়ে ফেরার চেনা পথ।


নিঃসঙ্গ নির্জনতা ভেঙ্গে গাঙচিল হতে পারি এখন।
মধুপূর্ণিমার আকাশে আঁকতে পারি তোমার মুখ।
একাকী বেদনা খুঁড়ে সুখ জাগাতে পারি নিস্তব্ধ রাতে।
ত্বকের গভীর থেকে তুলে আনতে পারি পারিজাত প্রেম।
ঘুমঘোরে চেতনার কলরোল থেকে
বের করে আনতে পারি তোমার অভিমানী ক্রন্দন।
চোখ বন্ধ করে চিনে নিতে পারি তোমার ঘুঙুরের শব্দ।


জীবনভর তোমার অনুপম ভালোবাসা মেপেছি
আমার ভালোবাসার নিক্তি দিয়ে।
নিরাশ আঁধারে তোমায় পেয়েছি আলোর মশাল হাতে।
জীবনের বাঁকে বাঁকে পেয়েছি তোমার উদার হাত।
নিজেকে হারিয়ে পেয়েছি তোমার ধর্মোপাসনায়।
আমার ভয় নেই তাই এখন এমন রঙ বদলে।
আছে আনন্দ - ঘাসের বিছানায় চিৎ হয়ে শুয়ে
অনতিদূর আগামী নিয়ে আকাশে স্বপ্নের জাল বুনতে।