আমার একটা তুমি আছে
আমার কিসের অভাব পাছে?
বুকে আমার গোলাপ আছে
তার মাঝে এক হৃদয় আছে
হৃদয় ভরা আমি আছে
আমার নামে তুমিও আছে
নিঃশ্বাসে ঘোর শব্দ আছে
তোমায় নিয়ে তুমুল নাচে
নিশি ভোরে তোমার গানে
আমার যখন তুমিই আছে
আমার কিসের অভাব পাছে?


দিঘির মতো চোখ যে আছে
সেই চোখেতে আমি আছে
চোখের জলে ঘরটা ভাসে
ঘর নিয়ে এক স্বপ্ন আছে
ঘরের উপর আকাশ আছে
আকাশ ভরা তারা আছে
তারাদের এক বাগান আছে
বাগানখানির দখল আছে
এসব কিছুই তোমার কাছে
আমার যখন তুমিই আছে
আমার কিসের অভাব পাছে ?


তোমায় নিয়েই ব্যস্ত রোজ
কে পাবে আর আমার খোঁজ
চোখ মেললেই চোখের কাছে
মন খুঁজলেই মনের মাঝে
কাজের মাঝে কাজের পরে
গা ঘেষে র'ই গা'য়ের সাথে
আড়াল হলেও দেইনা আড়াল
পথের পরেও পথ ফুড়ালে
এসব কিছুই তোমার কাছে
আমার যখন তুমিই আছে
আমার কিসের অভাব পাছে?


মনের কোণে মনের বাড়ী
তোমার জন্য সবই ছাড়ি
সবার যখন বাড়াবাড়ি-
নিয়ে নিলাম কঠিন আড়ি
চোখ খুললে তোমায় হেরি
চোখ বুঝলে তোমায় হৃদি
হৃদয়পটে তোমার ছবি
আমিই তোমার প্রথম কবি
বলে রাখি তোমায় আজি-
কোথাও তুমি হারাও যদি
শূন্যে অসীম দেবো পাড়ি
ঠিকানা হবে আকাশ নদী
আমার সকল তোমার কাছে
আমার যখন তুমিই আছে
আমার কিসের অভাব পাছে?