এই বিবর্ণ শহরের কোলাহল ভেঙ্গে
একদিন উড়ে যাবো গাঙচিল হয়ে
দৃষ্টির সীমানা পেড়িয়ে।
নক্ষত্রের মতো জেগে উঠবো আবার
কোন এক নির্মেঘ আকাশের বুকে।
প্রভাতের প্রথম আলো হয়ে মিশে যাবো
অপেক্ষমাণ শ্বেত পাখিদের আনন্দ মিছিলে।


একদিন এমনি উত্থান হবে আমার।
পৃথিবীর সব জঞ্জাল ঠেলে আবার
আরেক জন্ম নেবো নতুন কোন সভ্যতার মাঝে।
সেখানে আছে নদী জল আদিগন্ত কাশফুল
আছে সদ্যোজাত ফুলের পরাগ মাখা মায়া।
দীর্ঘশ্বাসের হাওয়া লাগেনি সেখানে কারো গায়ে
কেউ পুড়েনি কোন অভিযোগ, অভিশাপে।


যদি আসো কখনো এই চরাচরে
তবে অসভ্য সভ্যতার মুখোশ ছেড়ে এসো।
এখানে রাত ভর ছলকানো জোছনায় ডুবে
মুছে নিও পেছনের কাদামাটি জল।
পুরোনো শহরের জমকালো আলো
তবু অন্ধকার মানুষের মুখ, হৃদয়।
প্রতিশ্রুতি ভাঙ্গা প্রাণের উৎসবে অপাংক্তেয় আমি
মুক্তির পথ খুঁজে বেড়িয়েছি হৃদয় থেকে হৃদয়ে
পেয়েছি কেবল দুঃস্বপ্নের তন্তুজাল।


এবার চন্দনের গন্ধ গায়ে মেখে
সমুদ্রের নীল জলে ধুয়ে নেবো ইতিহাস।
নীল আকাশের সামিয়ানার নীচে
নিশ্চিন্ত শুয়ে রবো অরণ্যের সবুজ ঘাসের পরে।
দূর দিগন্ত হতে নীলজলে তোলপাড় তুলে
ধেয়ে আসবে জাহাজ, মাস্তুল।
সোনালী আভায় তুমি এসে ফেলবে নোঙর।
স্বপ্নময় তুমি; যদি আসো-
তবে থেকে যেও স্বপ্নের মতোই সুন্দর।