এমনি এক রাতের কোলে
জোছনায় পাতা আঁচলে বসেছিলাম
তোমার শব্দ মায়ার আমন্ত্রণে।
রাত গড়িয়ে মধ্যরাত!
সবাই যখন পারস্পরিক অঙ্গীকার ভুলে নিদ্রামগ্ন
তোমার শব্দগুলো পৃথিবীর পরিধি ঘুরে আসে
নিজেদের বিচ্ছুরিত ফোঁটা ফোঁটা আলোয়।
আমার সহচরী ভালো লাগায় সওয়ার হয়ে
অবসাদে যখন ওরা আমার বুকেই মাথা লুটায়,
অনন্ত ভালোবাসায় আমি রাত্রি জাগরণ শিখি।
নির্মল আকাশে তারাদের হিসেব কষে
আমি প্রেমের নামতা পড়ি।
তোমার শব্দ সৌরভের প্রেমে পড়ি।
আমার আজন্ম নির্জনতায় কলরব উঠে।
আমার হাতের মুঠোয় একটা নতুন আকাশ জুটে।
আমার আঙুলের কড় ছুঁয়ে ছুঁয়ে থাকে
এক অনন্ত আকাশের হৃদয়।
আমার হাতের রেখা পাল্টে নেচে উঠে হাত।
মুমূর্ষু হৃদয় উঠে বসে অনন্ত নিদ্রা ভেঙে।
স্বপ্নহীন চোখে প্রজাপতি রঙিন ডানা ঝাপটায়।
অমানিশা ঢাকে ভোরের আজানের ধ্বনিতে।
প্রত্যুষের নির্মলা আকাশ হয়ে তুমি
ছুঁয়ে ছিলে আমার অঙ্গীকার।
তরতাজা আকাশ আজও তেমনই আমার ললাটে।
ওখানে তোমার অজস্র বিশ্বাসী চুম্বন পড়ে
পবিত্রতায়, নিত্য ভোরের প্রার্থনা শেষে।