এই যে মধ্য অগ্রানের হিমেল হাওয়া,
প্রভাতের মিঠেকড়া রোদ আর উষ্ণতা-
এটুকু না হয় তোমারই থাক!
আমি নিলাম নিশুতি রাতে কুয়াশা ভেজা
জবুথুবু পাখিদের শীতের ক্লেদ।
খড়ের আগুনে লাগা ওমের চাদর
আদরে জড়িয়ে থাক তোমার গায়ে।
আমার থাকুক নগ্ন শরীরে লেগে থাকা গ্লানি
আর অপবাদের কলঙ্ক লাগা কালি !
থাকুক পোড়া হৃদয়ের ক্ষতচিহ্নটুকু।
নিদ্রাহীন রাতে হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস,
ক্ষেপা তরণীর নিরুদ্দেশ যাত্রায়
ঢেউয়ের দোলায় দুলে উঠা শংকা -
ওসব না হয় আমারই থাক।
তুমি বরং নাও এই এক ভরসার কাঁধ,
অন্তহীন সমুদ্র জয়ের নির্ভর, প্রত্যয়ী হাত!
শেষ রাতের কুয়াশা সেচা শুভ্রতা
শিউলি শেফালির মনোহর সৌরভ -
ওসব তোমার হৃদয়েই ছড়ানো থাক।
আমার না হয় থাকুক শিশিরের জল
দু'চোখের গহীনে অনন্ত সরোবর।
কাঁচের ফলায় ছিন্ন করা আমার পুরোনো পৃথিবী,
আমি হয়েছি বর্ষা ধোয়া ফসলী জমি।
আমার এই আমিটুকু, তোমার কাছেই থাক!
আমি নিলাম তোমার খেলাঘর, উঠোন, বাড়ী।
জিত তোমারই হোক, আমি তবে না হারি!