ভালোবাসা মহিরুহ নয়।
ছোট্ট একটা চারাগাছ।


এর যত্ন করা যত্ন লাগে।
দোলনায় একটু দোল লাগে।
মাথায় একটু ছায়া লাগে।
একটুখানি জোছনা লাগে।
একটু আবার রোদও লাগে।
বাতাসে একটু শ্বাস লাগে।
পায়ের কাছে জল লাগে।
নাইতে একটু বৃষ্টি লাগে।
চারিপাশে সুরক্ষা লাগে।
একটুখানি অবসর লাগে।
খানিক আবার ঘুমও লাগে।
একটুখানি মুক্তি লাগে।
দূর হাওয়াতে উড়তে লাগে।
উড়তে একটা আকাশ লাগে।
শক্ত সুতোর নাটাইও লাগে।


ভালোবাসার জমতে লাগে।
শীতল পাটিতে বসতে লাগে।
চা এর কাপে চুমুক লাগে।
গায়ে একটু চিমটি লাগে।
অলিন্দের একটু রক্ত লাগে।
নয়ন ভরা জল'ও লাগে।
কাছে থাকার গল্প লাগে।
মাঝেমধ্যে দুরত্বও লাগে।
মিষ্টি কিছু শব্দ লাগে।
অধরে একটু স্পর্শ লাগে।
অনেক কিছুই ছাড়তে লাগে।
একটুখানি ঝগড়া লাগে।
কষ্টে একটু পুড়তে লাগে।
চওড়া একটা বুক তো লাগে।
একটু কিন্তু সাহসও লাগে।


ভালোবাসায় কাঁপন জাগে।
অস্থিরতায় বুকটা ফাঁটে।
একটু ঝড়ে ভিজতে লাগে।
স্রোতের উপর ভাসতে লাগে।
বুকের মাঝে ডুবতে লাগে।
পেলে কিছু দিতেও লাগে।
হাজার খানেক বায়না লাগে।
ঝলমলে বেশ পোষাক লাগে।
পরিপাটি এক বেণী লাগে।
বেণীর মাথায় গোলাপ লাগে।
মান ভাঙ্গাতে আদর লাগে।
সময় সময় হারতে লাগে।


এসব যখন সবই লাগে।
সবই আমার মানতে লাগে!
নয়তো ভীষণ চুপসে থাকে।
গাল ফুলিয়ে ফুঁসতে থাকে।
বালিশ চেপে কাঁদতে থাকে।
কাঁদতে ভীষণ কাঁদতে থাকে।
ভীষণ রকম কাঁদতে থাকে।


তাইতো আমার কাঁধটা লাগে।
এখন কিন্তু--------
তোমার হাতটা লাগে 💝