বহু দিনের আসক্তির অর্চনা শেষে
মেঘের আড়াল সরিয়ে হেসে উঠলো সূর্য।
তোমার বিমর্ষ মুখে প্রদীপের মতো জ্বললো সে হাসি।
কারো চোখ ঝলসে গেলো সেই আচমকা আলোয়!
হৃদয়ের আগুনে ফুলকি সারা শরীর জুড়ে
স্পর্শেই মেতে উঠলো তোমার আনন্দ আয়োজনে।
নতুন ইতিহাস লিখতে ছিড়ে ফেললে
কিছু ঘুনে ধরা পুরোনো পাতা।
পুরাতন শিরোনাম মুছে লিখলে নতুন শিরোনাম।
জীর্ণ মলাট ঢেকে দিলে সবুজ কিশলয়ে।
ব্যাধিগ্রস্ত কিছু পাঠকের মন্তব্য মুছে দিলে
উন্মুক্ত মন্তব্যের ঘর থেকে।


অসময়ে সময়ের কঠিন হাত ধরেছো।
একাকী যাত্রী হয়েছো নিঃসঙ্গতার সঙ্গ নিয়ে।
চোখেমুখে টইটম্বুর রঙিন স্বপ্ন।
সুদীর্ঘ পথ পাড়ি দেবার দৃঢ় প্রত্যয়।
নির্বাসনের ঠিকানা ঝুলিয়ে দিয়েছো স্বপ্নের পথে-
ভালোবাসাহীন মুমূর্ষু মানুষের গলায় গলায়।
কারো পায়ে পরিয়ে দিয়েছো ধাবমান চাকা।
কারো গা'য়ে জড়িয়ে দিয়েছো রঙিন জামা।
স্বপ্নের ওপাড়েই তো ঠিকানা বাতিঘর!
অনশন ভেঙ্গে ভেসে গেছো তাই আমজনতার স্রোতে।
গতির ঝংকারে শুনতে পাওনি
ভালোবাসার শ্বেত পাখিদের আর্তনাদ।
উন্মত্ত নেশার ঘূর্ণিতে পড়েছো।
পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ রেখেছো।
দৃষ্টির আড়ালেই রচে দিয়ে গেছো
আপন প্রেমের সমাধী।