খুব কি জরুরী নিত্য কাছে থাকবার?
মধ্যমার সঙ্গে তর্জনীর বন্ধন, নিয়ত দরকার?
আরো বললে - বিচ্ছেদে প্রেম খুঁজে নাও।
প্রেম পুরে না বাসনায় জীবনভর।
অপ্রেমেই প্রেম, স্বার্থক অপূর্ণতায়।
যদি একদিন হারাই আমি-
প্রচণ্ড অভিমান বুকে পুষে অন্ধকারে?
যেখানে তোমার দীর্ঘশ্বাস ছুঁতে পারবে না
আমার বিষম বেদনার তরঙ্গকে!
নিঃসঙ্গ প্রণয়ের অনুপম প্রকোষ্ঠে রবো।
আমার শব্দ পৌঁছবে না তোমার কর্ণকুহরে।
তোমার চোখের আলো পড়বে না
আমার তির্যক ছায়ার পরে।
ঝড়ের প্রচণ্ড শব্দে ঢেকে যাবে
পাহাড়ের কান্নার তুমুল রব।
বৈরী বাতাসে আছড়ে পড়বে
ধূসর দুঃস্বপ্নের খড়কুটো তোমার উঠোনে।
নৈঃশব্দের গোপন কোলাহল ঘিরে
কেটে যাবে সহস্র বছরের দীর্ঘ রাত।
আমার গন্ধে অঙ্কুশ হবে তোমার চৈতন্য।
তোমার সকল অদেখায় স্থির হবে
আমার অস্থির পাইচারি।
ভালোবাসলে বুঝবে, তুমিহীন একদিন
কেমন ভিজে থাকি আমি
অন্তহীন ভরা রোদ্দুরে!