|| এখন আমরা ||


এখন আমি আকাশ দেখি, একলা পূর্ণিমায়।
এখন তুমি গুনছো তারা, হয়তো জোছনায়।
এখন আমি আমার পথে, আমার মতো হাঁটি।
এখন তোমার সকাল বেলায়, কেউ কি আছে সাথী?
এখন আমার চায়ের কাপে, কেউ না বসায় ভাগ।
এখন তোমার অপেক্ষাতে, কেউ কি ভাঙ্গায় রাগ?
এখন আমি ইচ্ছে হলেই, সকাল সন্ধ্যে হাঁটি।
এখন তোমার চোখের জলে, ভিজে পথের মাটি?
এখন আমি আমার মতো, ভিন্ন পথের যাত্রী।
এখন তুমি একলা হলে, কেমন কাটে রাত্রি?
এখন আমার দু'টি হাতে, নেই তো কোন হাত।
এখন তোমার মুখপানে, দেখে কি কেউ চাঁদ?
এখন আমি গাই না তেমন, আগের মতো গান।
এখন তোমার আমার মাঝে, বিশাল ব্যবধান!
এখন আমি শ্রাবণ জলে, একলা একলা ভিজি।
এখন তোমার বৃষ্টি জলে, কেমন মাখামাখি?
এখন আমি একটা গ্রহের, অন্য একটি পাশ।
এখন তোমার উল্টো পাশে, ভিন্ন বসবাস।
এখন আমার আঙ্গুলে নেই, আর কারো আঙ্গুল।
এখন তোমার চোখের তারায়, এলো কি ফাল্গুন?
এখন আমার সময় কাটে, অন্য প্রেরণায়।
এখন তোমার স্বপ্ন হয়তো, ভিন্ন বাসনায়!