জটিল এক প্যাঁচে আটকে গেছে পা।
ভীষণ জড়িয়ে গেছি বলেই
মুক্তি এতটা কষ্টের!
আটকে আছে দু'হাত, আটকেছে দু'পা!
কৈ মাছের মতো মাটি খুঁড়ে খুঁড়ে যাই
কুল-কিনারাহীণ গন্তব্যে।
গোলাপের চারপাশের কাঁটাতার তুলে
গোলাপ তুলতে চেয়েছিলাম হাতে।
গোলাপের সৌরভ ছাড়া
আর কিছুতেই লোভ ছিলো না আমার।
মুঠের বেষ্টনীতে রাখার জন্য
সহস্র বছরে গড়া শক্ত প্রকোষ্ঠ ছিলো।
একটা স্থায়ী ঠিকানা ছিলো।
একটা খোলা দরজা ছিলো।
দখিনা একটা জানালা ছিলো।
একটা সুন্দর সবুজ গালিচার আঙ্গিনা ছিলো।
অন্তরাহীন গানের সুরে ক্রন্দনের ঝর তুলেছি
কখনো অন্দরে কখনো বাহিরে।
ঘুমের ঘোরে থাকা ফুলের ঘুম ভাঙ্গেনি তবু।
ফুলের স্বপ্ন জুড়ে এক একটা নতুন শব্দ
ফুলেরে ঘুম পাড়িয়ে ভূমিষ্ট শাবকের মতো
তাকেই চেটে চেটে খায় অহর্নিশ।
আমি শব্দের জিভ থেকে
যতই যাতনার বিষ চুষে নেবো,
আমি তার হিতৈষী হবো না।
আমি তার মরচে ধরা দুর্নামই হবো।