আমি ফিরে আসবো।
তোমার চেতনায় বিচিত্র রঙ হয়ে
বারবার ফিরে আসবো।
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত,
রাত থেকে সকাল অবধি,
যখন-তখন ফিরে আসবো।
আসবো ভোরের শিশির হয়ে,
তোমার আঙিনার কচি ঘাসের পরে।
তোমার হাত ভেজাবো তোমারই আনমনে।
সূর্যের দরদী কিরণ হয়ে চোখ ছুঁতে আসবো।
চোখ মুদে যখন কল্পনায় ভাসবে তুমি,
কল্পনার ডানায় দেখবে আমিই সওয়ারী।
তোমার সুখ সমুদ্র সংসারে
এক দীর্ঘশ্বাসের ঢেউ হয়ে আসবো।
তোমার ধোঁয়া উঠা কফির কাপে
অলস চুমুক হয়ে আসবো।
নিঃসঙ্গ বেলায়, একটু সঙ্গ দিতেই আসবো।
তোমার কবিতায়, গল্পে, পাঠে,
অবচেতনে একটু সময় হলেও আসবো।
প্রার্থনায়, তোমার নিত্য কাজে,
তুমি না চাইলেও আসবো।
তোমার উল্লাসে এক মুহূর্তের কষ্ট হয়ে আসবো।
তোমার বেদনায় এক টুকরো সুখ হয়ে আসবো।
তোমার রোদন বেলার আঁধার ঘরে
দূরের বিলাপ সুর হয়ে ভেসে আসবো।
তোমার ব্যস্ততায়, সরব আড্ডায়,
নিঝুম নিস্তব্ধতা হয়ে আসবো।
চোখের কোনে জল মুছতে,
একটা অজুহাত হয়ে আসবো।
রসুইঘরের কাটাকুটিতে আঙ্গুলের রক্ত হয়ে আসবো।
তোমার সকল বিস্মৃতির মাঝে
এক রত্তি স্মৃতি হয়েই না হয় আসবো।
তিক্ত হয়ে বাধ সাধবে তুমি জানি,
পথে পথে কাঁটার চাদরও বিছাবে মানি।
যতই পথ সাজাও কণ্টক ফেলে ফেলে
রঙিন হবে ততই সে পথ, রক্ত ঝরে ঝরে।
তারপর ভালোবাসার আদি আসনে,
খানিকক্ষণ জিরিয়ে নিতে আসবো।
ক'ফোঁটা জল হয়ে না হয়,
তোমার চোখের কোলেই বিদায় নিতে  আসবো।
আমি ফিরে আসবো বারবার এই জন্মে।
আমি ফিরে আসবো জেনো এক লোকান্তরে।
আমি ফিরে আসবো জেনো এক জন্মান্তরে!
আমি ফিরে আসবো।
যতই ছাড়বে আমায় দু'হাত ঝেড়ে,
ততই জড়াবো আমি, তোমার সমস্ত জুড়ে।