তারপর, একে একে হারিয়ে যাবে
চারিপাশে হাতছানি দিয়ে ডাকা মানুষের গল্পগুলো
কেবল হারাবেনা সেই গল্পের মানুষেরা।
প্রভাতের সূর্য এসে ঢেকে দিয়ে যাবে
রাতের আকাশে উঠা চাঁদের গায়ে কলঙ্ক যত।
আর চোখের উপর প্রতারক আলো ফেলে
লুটে নিবে ডাকাতের মতো অগোচরে সব।
স্তব্ধ করে দিয়ে যাবে ঘাসের ললাটে জমা
জ্বলজ্বলে শিশির কণাদের রব।
আমি ব্যবচ্ছেদ ঘুরে বেড়াবো পৃথিবীর বুকে
দিকভ্রান্ত পথিকের মতো।
কারো চোখে দৃষ্টি না ফেলে
মাটির সাথে মিতালি করে একদিন
হেটে যাবো অরণ্যের পথ ধরে গহীনে।
সেখানে নির্জন ছোট্ট কুঁড়ে ঘরে
মুখর নিস্তব্ধতার মাঝে গড়ে তুলবো
আমার সাথে আমারই চির বসবাস।