আমার তোমার সঙ্গেই দেখা হয় প্রতিদিন।
দেখা হয় স্টেশনে, জনাকীর্ণ লোকালয়ে।
দেখা হয় গাঁয়ে'র সর্পিল পথের দু'ধার ঘেষে
নুয়ে পড়া মায়াবী সবুজ ছায়াবীথি পরে,
দেখা হয় আমার মুখর নিস্তব্ধতার মাঝে,
সুদূর দিগন্ত রেখায় মিলিয়ে যেতে যেতে,
শান্ত দীঘির জলে হাঁসেদের জলকেলির মাঝে,
ব্যতিব্যস্ত শহরে মানুষের ভীড় ফুঁড়ে উঠা মুষ্টি হাতে।
আমি তোমাকেই ভালোবাসতে শিখেছি-
বহুবার ভালোবেসেছি, বহু রুপে, বহু রঙে।
তুমি স্বপ্ন ভাঙ্গো, স্বপ্ন জাগাও, স্বপ্ন দোলাও
আমার চেতনায় বিচিত্র রঙ মিশিয়ে মিশিয়ে।
তোমার সঙ্গেই যাই আমি নিমগ্ন প্রেমের কাছে।
তোমার সঙ্গেই ডুবি আমি বিরহী অন্ধকারে।
তোমার সঙ্গেই হর্ষ আমার, তোমার সঙ্গেই বিষাদ।
তোমার সঙ্গেই দেখা আমার নিত্য নিয়মাচার।
শেষ বিকেলের পথে জাফরানি রঙ ঢেলে
আমি হেঁটে গেছি আজ সুদূর অরণ্যে।
পাতায় মোড়ানো বুনো ফুলের পরাগ মেখেছি গায়ে।
সমুদ্র সফেদ ঢেউ খেলানো কাশের বন ছুঁয়েছে শরীর।
দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক ছিন্ন করেছে পথ।
ভীরু মন বুকের মধ্যে আকড়ে ধরেছে তোমাকে।
আমার চেতনা পাশ ফিরে ঘুরে দাঁড়াতেই
শক্ত হাতে ধরেছি তোমার হাত।
তারপর আমরা মুখোমুখি হয়েছি একে অন্যের।
বহুবার মিলিত হয়েছি জীবনের বহু বাঁকে।
ভালোবেসেছি ফিরে ফিরে প্রতিবার নতুন করে।
ভালোবাসব তোমায় এমনি হাজার রঙে,
হাজার রূপে, হাজার বার ঘুরেফিরে।
দিগন্তের ওপারে মৃত্যুর বাতিঘরটাও চিনে নেবো
মৃত্যুঞ্জয়ী ভালোবাসার বীজ বুনে বুনে।