মাঝে মাঝে ভাবনার সমুদ্রে পড়ে
খড়কুটোর মতো গন্তব্যহীন ভাসি।
যে সময়, জীবন, যৌবন পুড়িয়ে
মাথার পরে আলো জ্বেলেছিলাম,
সে কি কেবলই আকাশের আলোর ঝলকানি?
সে কি কেবলই আষাঢ়ে বজ্রপাত?
অদৃশ্যের অমোঘ ইশারাতেই তার
স্ফুটন দেখি বারংবার।
সময়ের এক একটা ফোঁড় স্পর্শ করে
এক একটা অনুভূতি জমিয়েছি।
সহস্র অনুভূতি পুড়িয়ে প্রেমে সিদ্ধি লাভ করেছি।
তবুও প্রেম নিয়ে অজানা দ্বন্দ্ব,
ষড়যন্ত্র - ভেতরে বাহিরে।
দমকা হাওয়া এসে এক ফুৎকারে
জলন্ত প্রদীপ উল্টে দেয় মাটিতে।
খড়ের মিনারে আগুন লাগে-
আগুন লাগে শরীরে, মনে, মগজে।
ঝলমলে দিন ঘুটঘুটে রাতের গায়ে আছড়ে পড়ে।
এক অন্তহীন বেদনায় রাতের বিস্তার হতে থাকে।
নিঃশ্বাসে বড় হয় অবিশ্বাসের কুন্ডলী।
শ্বাসরুদ্ধ হয়ে মুমূর্ষু পড়ে থাকে কিশলয় প্রেম।
অভিমানে, অভিযোগে যেন পরমায়ু নষ্ট হয়!
বুক টান করে শরীর এক পা এগুলে
দুই পা পিছিয়ে পড়ে তার ছায়া।
প্রেয়সী হারায় পৃথিবীর কক্ষপথ হতে
রহস্যময় অপরিচিত এক আতঙ্কে।
কার প্রতিহিংসার আগুন ছড়ায়
ভালোবাসার কোমল গায়ে?
কার অন্ধ স্বার্থের চোখ ফোঁটে দহন গাঙে?
কার তামাশায় ডুবে যেতে চায় ফসলী তরী?
কার শয়তানিতে জেগে উঠে অপদেবতার হাট?
অনন্ত সুখের পিঠে নাকি কিছু অসুখ থাকা ভালো।
স্বার্থের মশালে তবে আগুন জ্বালাও তোমরা।
দেখবে ওখানেই জ্বলছে অহর্নিশি
ভালোবাসার মোহনীয় আলোক শিখা।