নিরবে না বলা অহংবোধে বাড়ছে
কাঁপা কাঁপা অচেনা অনুভূতি।
বড় বিস্ময়ের ঘোরপ্যাঁচ খুলে
নিজেকে খুঁজে পাই নিত্য নতুন মোড়কে-
ভোর থেকে শেষ রাত অবধি - অগুনতি বার।
বহুকাল ঝিম ধরে থাকা কিশলয়
বাড়তে থাকে নতুন আলোয় নতুন বর্ণে।
রোদে পোড়া হলুদ ফসলের মাঠ
সবুজ ছায়ার আলপনায় সাজে রোজ।
বিস্ময় কাটে না স্তব্ধ চোখ জোড়ায়।
অবাক হৃদয় শিহরিত দিব্য সিদ্ধিতে।
আমি আছি অভিভূত প্রাণে ভেতরে বাহিরে।
বরণ করেছি বিধাতার নন্দিত আরোপন।
আজন্ম প্রতিক্ষার অপার্থিব নিবেদন।
ভাঁজ পড়া ললাটের গায়ে
সোনার হরফে লেখা ছিলো এমনই বিধিলিপি!
হৃদয়ের উল্লাসী বাতাসে আজ তোমার চুল উড়ে।
আমার মরনে ক্ষরণে জাগতিক তোলপাড়
সে-তো কেবল তোমারই বোধের কথা!
আমার উৎসবের আতিশয্য তোমারই আলিঙ্গনে!
সেও কেবল তোমারই জানার কথা!
সীমানার যে প্রান্তে স্তব্ধ দাঁড়িয়ে ছিলাম
সেখানে তোমার স্পষ্ট পদচিহ্ন আঁকা।
সেখানে উড়িয়ে এসেছি শান্তির শ্বেত কবুতর।
পাহাড়ের গায়ে লিখেছি তোমার নাম-
বিনম্র শ্রদ্ধায়, ভালোবাসায়।
একদিন সত্যিই সমান্তরালে ছুঁয়ে দেবো
তোমার নিঃশব্দ চলার পথ।