একটু ধৈর্য্য ধরো।
আর একটু সময় স্থির হয়ে বসো।
কষ্টের এতো ভার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে?
এখানেই বসো চুপ করে।
হাতের কড় গুনে গুনে কয়েকটা দিন
অথবা কয়েকটা ঘণ্টা অথবা তারও কম সময়-
তারপর মেঘ জমে জমে বৃষ্টি হবে।
বৃষ্টি শেষে একটা মেঘমুক্ত আকাশ পাবে।
আকাশ ফুঁড়ে একটা সূর্য পাবে।
সূর্যের একটা হাসি পাবে।
আজন্ম ধরা তোমার সরল রজ্জুতে
আর একটু রঙ মাখো।
আর একটু স্পষ্ট করো তোমার অবস্থান।
দৃঢ়চেতা হয়ে সোজাসাপটা কথা বলো।
আদৃত প্রেমের শক্তি নিয়ে মুষ্টিবদ্ধ হও।
পথভ্রষ্ট প্রেমের বুকে এক ফোঁটা বিষ ঢেলে দাও।
শস্যের চারপাশের আগাছা নিধন করো।
যা অনাহুত তার জন্মই কলঙ্কিত, শোকের।
বুকে জমাট সবটুকু শোক শক্তি করে
তার মুখোমুখি বিস্ফারিত হও।
আর একটু ধৈর্য্য ধরো।
একটু স্থির হও এই বুকের উপর মাথা রেখে।
কামুক দুরভিসন্ধি থেকে অচিরেই মুক্তি মিলবে।
অমানিশার ঘোর অন্ধকার পেড়িয়ে
শীঘ্রই একটা ঝকঝকে সকাল দেখবে।