কিছু মৃত্যু আছে,
স্মৃতির খোলস ছেড়ে যাওয়া বিদায় আছে,
দীপ্তমান সময়ের চলে যাওয়া আছে -
যেন সব নব জন্মের অমোচনীয় স্বাক্ষর।
ঝরা পাতার মতো ঝরঝরে নিষ্প্রাণ লগ্ন আছে -
সবুজ খামে রেখে যায় ওরা,
আগামীর মুক্ত পরিসর।
জীবনের উন্মাদনার রঙপুচ্ছ লেগে থাকে,
অস্তাচলের আকাশ জুড়ে।
মৃত্যুপুরীর কফিনে অসংখ্য শবদেহ,
অপেক্ষায় থাকে অনন্ত যাত্রার,
মৃত্যুহীন প্রাণ রেখে যায় মৃত্যু পথে,
রেখে যায় সবুজ ঘাসের পরে,
নতুন প্রজন্ম, নতুন সময়।
বিগত দিনের জরা ব্যাধির মুক্তি দেখি,
নতুন ঊষার আলোয়।
ওদের পায়ের রক্ত চিহ্ন লেগে থাকে,
প্রাচীন ঘরের প্রবেশ মুখে।
হাতে আমার প্রথম আলোর মশাল।
মৃত্যুর স্মরণ মিছিল ভেদে -
আমি ধ্রুপদী নির্ভীক সতর্ক যাত্রী।
রক্তে বহমান রাজসিক রক্ত কণিকা।
অস্থিতে জমাট পরাক্রমশালী মজ্জা।
সামনে অনাগত দিন, ঊষার আঁধারে নব সূর্য।
চোখের গোলকে ঝলমলে স্বপ্নের পরিক্রমা।
যেতে হবে বহুদূর, মনে আছে লক্ষ্য অটুট!
উদয়াস্তে, বিশ্বাসে তবে, রঙ্গীন ফুল ফুটুক!