পালাতে চাও? পথ যে বন্ধুর!
দু'কদম এগিয়ে সামনে গেলেই পাবে
মায়ার বাঁধন, আদরের শেকল,
প্রেমময় খুনসুটি, রাতজাগা কথার আবেগী শূল,
কপাল বিদীর্ণ করা ঠোঁটের সূঁচালো স্পর্শ।
পাবে আপাদমস্তক স্পর্শিত যাতনা, মোহঘোর মায়া।
আরও পাবে জোছনা বিলাসে শিশির বোনা
জরিন সুতোর জাল।


বন্ধ চোখের কপাট জোড়ায় পাবে মিহি যত্নের আভরণ,
পাবে প্রলাপ, গল্প উপন্যাসের সংলাপ,
পাবে বিচিত্র শব্দে হৃদয় তোলপাড় করা ঝড়,
পাবে উচ্ছ্বাস, পাবে পাড়ভাঙা জলোচ্ছ্বাস,
পাবে বালিশে জমানো বহু রাতের কান্নার দাঁগ,
পাবে অভিমানী অশ্রু, বিলাপের সুর,
পাবে মরূদ্যানে মরীচিকা, দমকা ধূলির ঝড়।
পেতে পারো শুদ্ধমন্ত্রের মাঝে মিথ্যে বুলির প্রহসন।
পেতে পারো বালিয়াড়ির বুকে যুগল পায়ের ছাপ।


কোথায় পালাবে টিপ টিপ পায়ে?
পায়ে তোমার প্রেমের ঘুঙুর আঁটা।
কোথায় হারাবে পিঠে দৃষ্টি ফেলে?
ঝুম ঝুম শব্দে পাড়ার ঘুম ভাঙিয়ে?
এক কদমেই স্মৃতিতে জাগবে ইতিহাস।
পথের কাঁটায় আটকাবে শাড়ীর পাড়।
মাটিতে সেজদায় লুটিয়ে পড়া বৃক্ষ-
শেকড় তার বিস্তৃত বহুদূর।
রোদবৃষ্টির তোড়ে ভেসে যাওয়া সম্মুখ পথ!
উপড়ানো গাছের ছায়া মাড়িয়ে শেষে
ঠিকানা তোমার সেই অভিমানের আঁতুড়ঘর।