সবকিছুই কেঁপেছে পদার্থের নিয়মে।
কেবল তুমি কাঁপোনি, ছিলে ঠায় দাঁড়িয়ে!
সময় নড়েছে, কথা নড়েছে।
সুর নড়েছে হৃদয় থেকে হৃদয়ে।
কেবল তুমি নড়োনি, ছিলে স্থির দাঁড়িয়ে!
নির্ভীক যৌবনের ভিড়ে ফুটিয়েছ প্রেমের কুঁড়ি!
এক দল পঙ্গপাল তোমার মাংসে ঢুকেছে!
এক দল ঢুকেছে তোমার মস্তিষ্কের নিউরনে!
শেকড় উপড়ে পড়া পুরনো ছায়াবৃক্ষ,
পড়েছে তোমার দেহের পরে !
অথচ নড়লে না তুমি!
তোমার মাথার উপর শকুন,
পেছনে গহীন অরণ্য,
সামনে শাপগর্ভ সমুদ্র!
তারই মধ্যে টেনেছি তোমার হাত ধরে।
তবুও নড়লে না তুমি!
স্থিরমূর্তি হয়ে দাঁড়িয়ে
কাদাজল মাখা এক টুকরো নরম জমিনে!
কিছুই পারেনি তোমায় নড়াতে!
তুমি অচল, তুমি অটল!
পৃথিবীর সকল পরাভবেই তোমার সিদ্ধি!