সেদিন ছিল ভরা পূর্ণিমা।
তোমার জানালার গ্রীলে,
অমাবস্যার ঘোর অন্ধকার লেগেছিলো।
আকাশে মেঘ ছিল না।
মেঘের নদীটা, বুকে ধরেছিলে তুমি।
ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো,
জোনাকির মতো জ্বলেছে সারা রাত।
তোমার চোখের তারা জ্বলেনি,
আকাশের লক্ষ তারার আলোয়।
অথচ সময়টা নিয়ে, তোমার থাকতো ব্যস্ত আয়োজন!
নিস্তব্ধতায় তোমার ঘোর নেশা লেগেছিল।
চোখে ছিলো অভিমানের ক্লেদ।
কপালের ভাঁজে ছিল অসময়ের লেনদেন,
জটিল সমীকরণের দাঁগ !
দূর নীলিমায় অনিরুদ্ধ তারা আমি -  
আঁধারের ক্ষত বুকে নিয়ে,
আলোকিত এক মূর্তি আকাশে!
আমাদের প্রেম ছিলো সময়ের ধ্রুবতারা।
আমার হারিয়ে যাওয়া -
তোমার চেতনায় জমিয়েছে অস্থির দোল।
সোনালী বিশ্বাস নিয়ে তোমার আজও জেগে থাকা!
জেগে থাকা আমার ফিরে আসার পথে।
বাঁধন ছিড়েছে, বন্ধন পড়ে আছে মায়ায়!
পড়ে থাকে বেদনার নীল গলিয়ে !
রাতের আকাশ ভেঙ্গে পড়ে জোছনার নদীতে।
মৃত জোনাকিরা ভাসে বাতাসে করুণ সুর তুলে।
অস্থির চোখে তোমার এক জনমের তৃষা -
আমার পথের উপর মুখ থুবড়ে পড়ে আছে।
অথচ আমার ফেরা হয় না - আমার প্রবল ইচ্ছেতে।
ফেরা হয় না আমার - না ফেরার দেশ থেকে!