বুঝি; বিধাতা প্রেম সৃষ্টি করেছেন সযত্নে।
নয়তো তোমার সৃষ্টি ছিলো অবান্তর।
স্বর্গের দূত হয়ে এসেছো আমার পুষ্পকাননে।
আমি হাওয়ায় পেয়েছি প্রেমের ঘ্রাণ।
ফুলের পাপড়ি'র স্পর্শে পেয়েছি তার পেলবতা।
পাহাড়ের বুক চিড়ে ঝরতে দেখেছি তার সুধা।
রাতের আকাশ হতে মায়ার বর্ষণ দেখেছি
নিঃসীম আঁধারের বুকে।
আমার প্রাত্যহিক কর্মে পেয়েছি প্রেম, প্রেরণা।
তুমি বিধাতার স্বরূপে অনিন্দ্য সুন্দর অন্তরে।
বক্ষে ধরেছো অফুরান প্রশান্তির ধারা।
তুমি ছিলে রহস্যে, অনন্ত জিজ্ঞাসায়।
বিস্ময় নিয়ে জাগিয়েছো বিস্ময়
আমার বিমূর্ত চেতনায়।
বিস্ময় কাটিয়েছো যুগে যুগে অবাক বিস্ময়ে।
সুদর্শণা - কল্পনায় আমার তুমি দুর্লভ দর্শনে।
অভিরাম তুমি মননে মগজে।
আমার চিত্ত পুলকিত অপরিমেয় কাল ধরে।
দ্যুতিতে চির ভাস্বর তুমি - নির্মল অন্তরে।
ভাবনায় বুনেছ অসীম কালের ছায়াতরু।
দিয়েছো অবিরাম ছায়া আমার ঘুমঘোরে।
লুব্ধকের মতো বুকে দীপ্তি ধরেছো।
আঁধারে বন্ধুর পথে আলোক ঢেলেছ।
তুমি লক্ষ আলোকবর্ষ দূরে থেকেও
দিতে পারো অনন্ত উপশম নিথরতা।
বিমূর্ত চেতনা থেকে তবু মূর্ত হও তুমি
আমার তৃষ্ণার্ত চোখের সামনে।
ভরা প্রাণে শব্দ করো আমার শ্রুতিতে।
আমি প্রাণভরে দেখি তোমায় সমক্ষে।
তোমায় নিয়ে রচি চোখে - অনুপম প্রেম গাঁথা।