আমারও কিছু পাওনা ছিলো
ধ্রুপদী সময়ের কাছে।
আমারও একটু ছুঁয়ে দেখার
সাধ ছিল মনের গহীন কোণে।
আমারও দু'চোখে স্বপ্ন ছিল-
চোখের দরিয়ায় ডুবসাঁতার নিয়ে।
আমারও একটু অধিকার ছিলো
অধিকার নিয়ে কিছুটা মাততে।
অনাগত সময়ের কাছে রেখে গেলাম
আতশ পোড়া হাহাকারের গন্ধ।
সময়ের করতল থেকে নেমে পড়ুক
অসময়ী অনাদি শৃঙ্খল।
বহুকাল ধরে হেঁটেছি আমি সমুদ্রের খোঁজে।
কূল পাইনি, জেনেছি সমুদ্র বহুদূর!
দুরন্ত প্রেমের কাছে
ইচ্ছের সমাধি গড়েছি নিত্য পরিচর্যায়।
বোধের শাসনে প্রবোধ দিয়েছি মনে।
গোপন গল্প করেছি কম্পিত কণ্ঠে।
ভালবাসাহীন বেদনার ভার তুলে দিয়েছি
ভালবাসার তরণীর কোলে।
ভালবাসার মৌসুম চেয়েছি জনম ভর।
লণ্ডভণ্ড হইনি তবুও আজ অবধি।
অন্তরে চিরকাল কেঁদে গেল
স্বপ্নময় রঙিন প্রজাপতির দল।
অস্থির পাখি সুখ খুঁজে ফিরে
ভালবাসার নিদারুণ দুর্ভিক্ষে!
তোমার ঘরে ঘোর অমানিশা
নিষেধের পাহাড় চারিদিকে।
আমার উঠোনে অস্থির পাইচারি
দাবী আদায়ের মিছিল শেষে।