বহুদিন ধরে বহু পথ হেঁটে গেছি আমি -
ঘর থেকে বেরিয়ে গাঁয়ের আলপথ পেড়িয়ে
দূর দিগন্ত ছোঁয়া নীলিমায় মিশেছি।
তুমি ডাক দিলেই হয়েছি আমি পথভ্রান্ত পথিক
আমার পুনর্জন্ম হয়েছিল অসময়ী বসন্তে
শীতের কুয়াশায় তুমি হয়েছিলে বসন্তের কোকিল।
তোমার ডানা ঝাপটানো ঝরা পালক
ভিড় করতো এসে আমার আঙিনার পরে।
শিশির কণায় ভর করে এসে
ভালোবাসারা ছুঁয়ে দিতো আমার তৃষ্ণার্ত জোড়া ঠোঁট।
সেই থেকে কখনো আর ঘুরে দাঁড়ানো হয়নি
দেখা হয়নি কতো কি মাড়িয়ে হেঁটেছি মায়ার পথ ধরে
কত শত পথ-ঘাট বাড়ি প্রান্তর, কত স্বজন, কত পর
ফেলে এসেছি সময়ের অতলান্তে!
বহুদিন পর ধুলোপড়া স্মৃতির জানালায় বসে নিঃসঙ্গ -
রাতের নিস্তব্ধতা চিড়ে ভেসে আসে ইতিহাসের আর্তনাদ
তারই করুণ সুর বিদীর্ণ করে এখন ক্লান্ত চোখের পাতা।
ঘুমাও চাঁদ, ঘুমাও রাত, আমি জেগে নির্ঘুম তারাদের ভীড়ে
ঘোর অমানিশায় জোনাকির হাট, আছি তারই বুক জুড়ে