এই যে অতৃপ্ত বাসনার হাহাকার হৃদয়ে-
কামনার ঢেউয়ের উপর আছড়ে পড়ে নিত্য।
ঢেউগুলো তীরে এসে মিলিয়ে যায় সফেদ ফেনায়।
বালুকাবেলায় পায়ের চিহ্ন আঁকি-
সকাল, দুপুর, পড়ন্ত বিকেল বেলায়।
সমুখে চলি জোয়ারের বুক চিড়ে রাতের অন্ধকারে
মনের গহীনে প্রেমের দীপশিখা জ্বেলে।
অচেনা দমকা হাওয়ায় শিহরিত শরীর।
থমকে দাঁড়াই দু'হাটু মাটিতে গেড়ে।
অদেখাই রয়ে যায় প্রিয়তমার বিপন্ন মুখ অবশেষে!
দু'হাতে দু'চোখ ঢেকে দুঃখ চেপে ধরি নিরবে।
কতবার ফেরার হয়েছি এই পথ ধরে!
কতবার গিয়েছি ফিরে এমন ভগ্ন হৃদয়ে!
চেতনায় বিষন্ন তুমি জেগে থাকো
এক বিশাল শূন্যতা নিয়ে।
স্থির এক অস্থিরতা বুকের মাঝে
বিষাক্ত সাপের মতো কুন্ডলী পাকিয়ে থাকে।
আজন্ম নিস্পন্দ গতি হারায় কালের অতল গহ্বরে।
তুমি থাকো মরু সাহারায়, আমি হিমগর্ভে।
প্রেম বাঁচে অপ্রেমেই, আমাদের চরাচরে।