দুঃক্ষ নিয়ে চেপে যাই অনেক কিছুই,
একটা সোনার নোলকের খোঁজে!
ঘর পোড়াই, নগর পোড়াই,
পোড়াই সারি সারি পথ !
পোড়াই ঘটা করে নিজেকে!
চেপে যাই পুরাতন পরিচয় সব!
পুরাতন বন্ধু, উল্লাসী চোখ, চন্দন মুখ।
চেপে যাই পরিচিত নদীর গতিপথ।
লাল গোলাপের পাপড়ির প্রেম ঝরে,
পথের মিথ্যে মায়া কাটে,
বেলা অবেলায় রৌদ্র যায় মেঘের গহ্বরে।
কালান্তরে যায় কিশোর কালের সন্ধি।
একটা সোনার নোলকের খোঁজে,
আমি যাই উদ্ভ্রান্তের মতো ধেয়ে।
নদী, জল, বিল, আলপথ হয়ে দূরে,
হাঁটি কাদাজলে মাখামাখি হয়ে,
ভূমি হতে শূন্যে, দূর মহাশূন্যে,
উড়ে যাই বোরাকের পিঠে চড়ে।
যদি পাই সোনার ছোট্ট নোলকখানি!
চেতনায় প্রেয়সীর হৃদয় সবুজ পান্না,
নোলকের শির জুড়ে যত্নে ছিল গাঁথা।