বিষাদের কোনো কবিতা হয় না
এলো বাতাসে কিংবা ভিষন মন খারাপের রাতে
তুমি চেষ্টা করে দেখো কালোকলমের কালি বেয়ে
দু ফোঁটা বিষাদ ছুড়ে দিতে
পারো কিনা
জীবন খাতায়।
দেখবে হঠাৎই মধ্যকর্ষন বল লোপ পাবে
তোমার কলম পারবে না লিখতে "বিষাদ" পুরো শব্দটাও,
বিষাদের কোনো গান হয় না
কান্না জড়ানো গালায় চেষ্টা করে দেখো
গাইতে বিষাদের কোনো গান,
তোমার গলায় সূর আসবে না
জমাট বাধা বিষাদ
তোমার গলায় আটকে রবে
গব্ধবের মতন।
ছাড়তে পারবে না
খুলতেও না।
বিষাদের কোনো গান হয় না
বিষাদের কোনো কবিতাও হয় না
আমি কিংবা আমাদের যা চেষ্টা
সবই লৌকিকতাতুমি জানো আমিও জানি
বিষাদ নিজেই এক পূর্ন মহা কাব্য
তুমি তার ক লাইনেই বা সুর দিবে
তুমি তাকে কিভাবেই বা গাইবে?