একজোড়া চোখ বড়ো তৃষ্ণায়
আকাশের দিকে তাকিয়ে রয়,

একজোড়া চোখ নির্ঘুম রাত কাটায়
একজোড়া চোখ কিছু বলবার ভাষা খুঁজে।

একজোড়া চোখ চাঁদের সাথে কথা বলে
একজোড়া চোখ অশ্রুসিক্ত হয় প্রতিক্ষণে।

একজোড়া চোখ বড়ো নিরব থাকে,
বুকের গভীরে দাগ কেটে যায়
নিরব এক আঘাতের...


এ আঘাত শুকাবার নয়
এ আঘাত ক্ষত থেকে ক্ষত সৃষ্টি করে
মৃত্যুর দিকে নিয়ে যায়।