দিন ছিল তার ৯ তারিখ,
মাস ছিল তার ফাগুন
সেদিন বাংলার বুকে জলেছিল আগুন।
ছিল বছর ১৩৫৮


যাকে ভুলে ইংরেজি করেছি
২১ ফেব্রুয়ারী ১৯৫২,
ছালাম-রফিক,বরকত
শহিদ হয়েছে যে ভাষার জন্য।


আজকে বিলুপ্ত কেন রক্তে অর্জিত
আমার বাংলা ভাষা,
১৩৫৮ তার ফাগুন ছাড়া
ফেব্রুয়ারী ১৯৫২ পেলাম কোথা..?


রক্তে অর্জিত বাংলা ছেড়ে
ইংরেজি কেন বাংঙালির মুখে?
কেন ফাগুন ছেড়ে ফেব্রুয়ারী
কেনইবা বাংলা ছেড়ে ইংরেজি...?


কলেজ ভার্সিটি চুকিয়ে ডিগ্রি
করেছি অর্জন,
বাংলা ১৩৫৮ ফাগুনের পাইনি গর্জন
ছাড়িনি কেন আজও বিদেশি ভাষার টান,
যে ভাষার জন্য রক্ত ঢেলেছে লক্ষ প্রান।


জাগো বাংলার জনতা ছাড় বিদেশি ভাষার টান,
আজ থেকে ফাগুনের হবে জয়গান।