শ্রাবনের মেঘ বিকালের আকাশে উঠে যায়
         ছুতে অনেক ইচ্ছে হয়,
    তা শুধু দেখে যেতেই হয়
ছুতে যতই ইচ্ছে হয়।


স্নিগ্ধ চাঁদের মুদ্ধ আলো
স্বপ্ন এসে ছোয়া দিল,
হাতটি ধরে বহু দূরে
দিঘীর জলে ভাসব বলে
স্বপ্ন শুধু স্বপ্নই রয়!
বাস্তব রুপ যখনি হয়
দুনিয়া তখন বিষাদময়।


স্বপ্ন দেখা বাস্তব রেখা
     দুই হল ভিন্ন
না পাওয়া গুলি পাওয়ার পরে
ক্ষণিক পরে তারই ছলে
নিয়তি অনেক নিষ্ঠুর বলে
হারিয়ে তারই ছলে
নিঃস্ব হয়ে ফিরে আসি
ভাগ্যকে তখন বরণ করি।



শিকলের বাধ শিকলেই থাক
মুক্ত ভাবেই হউক সেই
      রাত,
           দুপুর,
     আর প্রভাত।


এভাবেই কেটে যাক
অপুর্নতা সব পুর্নতা পাক,
বাধা থাকুক বন্ধুত্তের বাঁধন।


হেলায় খেলায় কেটে যাক
চিরদিন এমন বাঁধন থাক
আশার দুয়ার খোলা রাখ
শিকলের বাঁধন শিকলেই থাক।