কেউ যেতে চায়না স্বর্গের পাড়ে
যদিও স্বর্গের চাবি থাকে তার ধারে,
ক্ষুধার্ত, বোকা আর যাই বল
যেমন আছে তেমন রয়ে যাবে
তবুও যাবেনা ওপারে।


শত দুঃখ, যাতনা সয়ে যাবে
মৃত্যু পথের হয়েও পথিক,
সেও থাকতে চায় মগ্ন হয়ে
এই পৃথিবীর বুকে,


  সেও চায়না যেতে স্বর্গের ধারে।


শুধু একজন দেখেছি এই পৃথিবীর বুকে
অশ্রু লুকিয়ে বুক ভাসিয়ে শুধু হাসে,
সেই প্রতিদিন পরোপারে যেতে
ভাসে চোখের জলে।


নিঃশব্দে শুধু বলে যায়
            বার বার শুধু ফিরে চায়,
ওপারে যেতে চাই, যেতে চাই
নিঃশ্বাসটা দাও বেধে।


শত জনম করতে চাইনা পার
এপারে রয়েছে যে শুধুই সার্থ আর,
দাও বেধে দাও মোরে,
নিঃশ্বাস রোধ করে রেখে তোমাদেরই পরে।