আমি খুব সুখে আছি খুব,
যতটা সুখে থাকার পর"সুখ"
     শব্দটা তুচ্ছ।


আমি খুব সুখে আছি
কেননা সকল দূঃখকে
ভাসাই চোখের জলে,,,


আমি খুব সুখে আছি
বুকের পাজরে পাথর বেধে
     খুব সুখে আছি।


আমি খুব সুখে থাকব
কেননা নতুন কাউকে
  খুঁজবেনা এই মন।


আমি খুব সুখে আছি, খুব
পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোতেও
   ভাসে আমার বুক।


আমি খুব সুখে আছি
কষ্ট নামের বস্তুটি শিকলে
বেধে রেখেছে আমায়।


আমি খুব সুখে আছি খুব
যতটা সুখে থাকলে "সুখ"
শব্দটার ছায়াও থাকেনা।


আমি খুব সুখে আছি
আমার বুকে তীরের আঘাতে
ব্যথিত নয়,
           ব্যথার আঘাতে ক্ষত।


আমি খুব সুখে আছি
যতটা সুখে বৃষ্টিতে ভিজলেও
বুকের ভিতরে অগ্নিতে দগ্ধ।


আমি খুব সুখে আছি
যেখানে দঃখের অস্তিত্ব
ছাড়া নেই আর কিছু।


আমি খুব সুখে নিজেকে
ক্ষত বিক্ষত করে
বুকের ব্যথা ভাসাই চোখের জলে।


আমার আরো সুখের খবর নেবেনা...?
আমি খুব সুখে আছি,কেননা
তোমায় অধিক ভালবাসি।


আমি অনেক সুখি
শুধু তোমায় খুব বেশিই
   ভালবাসি,খুব...।