তার অচেনা সেই সুর আজও
         কর্ণে ধ্বনিত হয়


তার মায়াবি ঠোটের হাসি
আমার দুচোখের অশ্রু হয়ে রয়।


তার সেই লাজুক চাহনি যেন,
কিছু বলিবার ভাষা খুঁজে লয়।


তার ক্ষনিকটা নিরবতা
আমায় অনেক কিছু শুনায়।


তার অভিমান
         সেতো আকাঙ্ক্ষার প্রকাশ।


তার ফিরে ফিরে তাকানো
সেইতো আমার আশা জাগানো।


তার দুচোখে বয়ে যাওয়া অশ্রু
সে আমার দীর্ঘশ্বাস হয়ে রয়।


তার নিরব ভাষা
আমার হৃদয় স্পন্দনের শব্দ শুর।